বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

শাহজালালে ২৭ পিস সোনার বার উদ্ধার




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক হওয়া ওই যাত্রীর নাম জানা যায়নি
আজ সকাল সোয়া নয়টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, আজ সকাল সোয়া নয়টার দিকে ওই যাত্রী দুবাই থেকে .কে-৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময়ে তাকে তল্লাশি করে মাইক্রো ওভেনের মটরের মধ্য থেকে ২৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক কেজি ১৪৬ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন