মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

১০ মন্ত্রণালয়ের মন্ত্রী–সচিব সবাই দেশের বাইরে-- অর্ধেকের বেশি মন্ত্রী বিদেশে

মন্ত্রী ও সচিবদের একসঙ্গে বিদেশে যাওয়া বারণ। অথচ এ মুহূর্তে অন্তত ১০টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব দেশের বাইরে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-উপদেষ্টার সংখ্যা ৩৬। এঁদের মধ্যে কমপক্ষে ২০ জন বিদেশ ভ্রমণে রয়েছেন। শীর্ষ ব্যক্তিদের অনুপস্থিতিতে ওই সব মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান, অনেক সময় আয়োজক প্রতিষ্ঠানও বিদেশে যাওয়ার খরচ দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রাষ্ট্রের টাকাই খরচ হয়। এই খরচ একেক দেশের জন্য একেক রকম।
২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রী-সচিবসহ অন্য কর্মকর্তাদের বিদেশে যাওয়ার বিষয়ে নির্দেশনা জারি হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিব বা ভারপ্রাপ্ত সচিবদের একত্রে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করতে হবে। জাতীয় স্বার্থে, বিশেষ করে বিশ্বব্যাংক, আইএমএফ ইত্যাদির বার্ষিক সভা, দাতা গোষ্ঠীর সভা হলে অত্যন্ত সীমিত ক্ষেত্রে এর ব্যত্যয় হতে পারে।


 যেসব মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবেরা একই সঙ্গে বিদেশে আছেন, তাঁদের অনেকের ক্ষেত্রে বিদেশ সফর অপরিহার্য ছিল না। বিদেশে অবস্থান করা মন্ত্রী-সচিবদের কেউ কেউ পর্যটন মেলা, চুক্তি সই, জাহাজ পরিদর্শনসহ বিভিন্ন কাজে গেছেন। এগুলো অপরিহার্যতার সংজ্ঞায় পড়ে না।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সার্কুলার দিয়ে তো আর এটা ধরা যাবে না। কারণ, তাঁরা (মন্ত্রী-সচিব) বলবেন, এটা অপরিহার্য। তাঁর মতে, শাসনব্যবস্থায় শৃঙ্খলা আনতে হলে কার্যকর কিছু একটা করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে গেছেন ১৮২ সফরসঙ্গী নিয়ে। সেখানে আরও দুজন যুক্ত হওয়ার কথা। আগের যেকোনো সময়ের তুলনায় এটি সবচেয়ে বড় প্রতিনিধিদল। ১৮২ জনের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব আছেন ১৮ জন। এ ছাড়া আরও অন্তত ১৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এখন দেশের বাইরে। সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ধরলে এই তালিকা দীর্ঘ হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, এটা সরকারের শৈথিল্য ছাড়া আর কিছু নয়। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে, মন্ত্রণালয়ের সামগ্রিক কাজের গতি নষ্ট হচ্ছে। তিনি বলেন, এ ধরনের ভ্রমণের ক্ষেত্রে অনেকের লক্ষ্য থাকে বেড়ানো।

.১০ মন্ত্রণালয় মন্ত্রী-সচিবশূন্য: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর মন্ত্রণালয়ের সচিব ফায়জুর রহমান চৌধুরী গেছেন সুইজারল্যান্ডের জেনেভায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আছেন জাপানে, সচিব খোরশেদ আলম চৌধুরীও তাঁর সঙ্গে। ২৬ সেপ্টেম্বর দেশে ফিরে তাঁরা দুজনই ২৮ সেপ্টেম্বর হজের জন্য সৌদি আরবে যাবেন। ফিরবেন মধ্য অক্টোবরের দিকে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে আছেন। সঙ্গী তাঁর মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিঞা। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন ও সচিব মো. নজিবুর রহমানও যুক্তরাষ্ট্র সফরে আছেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হকও যুক্তরাষ্ট্রে। মন্ত্রী দেশে থাকলেও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মালয়েশিয়া এবং সচিব শেলীনা আফরোজা জেনেভা ও লন্ডনে গেছেন।
ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান আজ বুধবার এবং মন্ত্রী মতিউর রহমান পরশু শুক্রবার সৌদি আরবে যাবেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আজ দিল্লি যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস গতকাল দিল্লি গেছেন বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চীনে আছেন, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম আছেন নেদারল্যান্ডসে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘ সময় বিদেশে থেকে গত সোমবার দেশে ফিরেছেন। এ মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে গেছেন।
এ ছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশ সফরে আছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইনমন্ত্রী আনিসুল হকের আজকের মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। মন্ত্রী পদমর্যাদার দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও মশিউর রহমানও যুক্তরাষ্ট্রে আছেন।


বিদেশে থাকা সচিব: এ মুহূর্তে বিদেশে অবস্থান করা মোট ১৬ জন সচিবের মধ্যে মন্ত্রীর সঙ্গে বা আলাদাভাবে গেছেন ১০ সচিব। তাঁদের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ ও মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার। এ ছাড়া বস্ত্র ও পাটসচিব ফণীভূষণ চৌধুরী, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার আছেন বিদেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন