আন্তর্জাতিক

সফলভাবে মঙ্গলের কক্ষপথে ভারত

প্রথম চেষ্টাতেই সাফল্য। ভারতের মহাকাশযান মঙ্গলযান আজ বুধবার সকালে সফলভাবে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) অভিযান নিয়ন্ত্রণকেন্দ্র থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত কণ্ঠে এ ঘোষণা দিয়েছেন।
মোদি বলেন, ‘ভারত সফলভাবে মঙ্গলে পৌঁছেছে। সবাইকে অভিনন্দন। অভিনন্দন পুরো দেশকে। আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’.... ...সম্পুর্ণ পড়ুন





ধর্ষণ নিয়ে মশকরা, বিতর্কিত টি-শার্ট অপসারণ

 ফিলিপাইনে ধর্ষণ নিয়ে ঠাট্টা-মশকরা করা বক্তব্য টি-শার্টে ছেপে তা বিক্রি করা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। যে শপিং মলে ওই টি-শার্ট বিক্রি হচ্ছিল বিতর্কের মুখে মল কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে।

আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো  হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের সবচেয়ে বড় শপিং মল এসএম সুপার মলে সম্প্রতি একধরনের টি-শার্ট বিক্রি হচ্ছিল। ওই টি-শার্টে লেখা ছিল, ‘ইটস নট রেপ, ইটস স্নাগল উইথ স্ট্রাগল (এটা ধর্ষণ নয়, এটা ধস্তাধস্তির সঙ্গে সোহাগের পরশ)।’.......
সম্পুর্ণ পড়ুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন