খেলাধুলা

মেসিকে গলা চেপে মাটিতে ফেলে দিল ওয়েলিংটন ( ভিডিও সহ )

 স্পোর্টস ডেস্ক : বুধবার মালাগার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে খেলা। তাই বার্সাকে বগলে পুরে খেলতে চেষ্টা করে মালাগা। প্রথমার্ধ গোলবিহীন কেটে গেলেও দ্বিতীয়ার্ধে গিয়ে আক্রমনের ধার বাড়ায় বার্সা। আর মালাগা বার্সেলোনার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। সময় মালাগার খেলোয়াড় ওয়েলিংটন গলা চেপে ধরেন মেসির। শুধু চেপে ধরেই ক্ষান্ত হননি তিনি, মেসিকে গলা চেপে ধরেই মাটিতে ফেলে দেন ধাক্কা দিয়ে। ডি বক্সের মধ্যে এমন ঘটনায় সবাই লাল কার্ড পেনাল্টি আশা করলেও সবাইকে অবাক করে দিয়ে রেফারি হলুদ কার্ড দিয়ে ওয়েলিংটনকে সতর্ক করে দেন।...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন