বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

মেসিকে গলা চেপে মাটিতে ফেলে দিল ওয়েলিংটন ( ভিডিও সহ )




সাবেক প্রেমিককে প্রিয়াঙ্কার আইনি নোটিশ

প্রথম থেকেই নিজের জীবনী নিয়ে ছবি বানানোর বিপক্ষে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।তবুও তার নিজের জীবনের কাহিনী নিয়ে ছবি করছেন তার সাবেক প্রেমিক অসীম মার্চেন্ট।

২০০০ সালে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড বিজয়ী হবার পরই তাদের মধ্যে গভীর সম্পর্কের সূত্রপাত ঘটে। কিন্তু সম্পর্ক বেশিদিন টিকেনি।

প্রিয়াঙ্কা তার উকিল আনন্দ দেশাই এর মাধ্যমে ছবির প্রযোজক প্রাক্তন প্রেমিককে আইনি নোটিশ পাঠিয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ছবিতে তার ব্যক্তিগত জীবন পরিবারের অনেক গোপন তথ্যই অসীম তুলে ধরেছে যা মোটেও সম্মানজনক নয়। তাই এসব দৃশ্য বাদ দিতে বলেছে প্রিয়াঙ্কা।



কিন্তু অসীম বলেন, ‘তার কথা অনুযায়ী স্ক্রিপ্ট বদলানো হয়েছে। এরপরও যদি প্রিয়াঙ্কার কোন সমস্যা থাকে আমি ছবি বাদ দিয়ে দেব। আমি চাইনা তার আত্মসম্মানে আঘাত করতে অথচ ছবিটা সম্পূর্ণ আমাকে নিয়ে, প্রিয়াঙ্কা এর একটা অংশ মাত্র।
 

প্রথম থেকেই নিজের জীবনী নিয়ে ছবি বানানোর বিপক্ষে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।তবুও তার নিজের জীবনের কাহিনী নিয়ে ছবি করছেন তার সাবেক প্রেমিক অসীম মার্চেন্ট।

২০০০ সালে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড বিজয়ী হবার পরই তাদের মধ্যে গভীর সম্পর্কের সূত্রপাত ঘটে। কিন্তু এ সম্পর্ক বেশিদিন টিকেনি।

প্রিয়াঙ্কা তার উকিল আনন্দ দেশাই এর মাধ্যমে ছবির প্রযোজক ও প্রাক্তন প্রেমিককে আইনি নোটিশ পাঠিয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ছবিতে তার ব্যক্তিগত জীবন ও পরিবারের অনেক গোপন তথ্যই অসীম তুলে ধরেছে যা মোটেও সম্মানজনক নয়। তাই এসব দৃশ্য বাদ দিতে বলেছে প্রিয়াঙ্কা। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/295325.html#sthash.OEDTKxR0.dpuf

আমার সঙ্গে অনেকেই অভিনয় করতে চাইতো না: ক্যাটরিনা



বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের বার্বি গার্ল বলা হয় তাকে। বলিউডের সব তাবড় অভিনেতা পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে তারনাম। অথচ তার সঙ্গেই নাকি একসময় অনেক অভিনেতাই কাজ করতে চাইতেন না। এটাও কি বিশ্বাস যোগ্য?







তবে এমন কথা স্বয়ং ক্যাটরিনাই জানিয়েছেন। সম্প্রতিব্যাং ব্যাংছবির একটি প্রচারণা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় তার সাফল্যের জন্য বলিউডের কাকে ধন্যবাদ জানাতে চান। উত্তরে ক্যাটরিনা বলেন, ‘অনেকেই আছে এই তালিকায়। বিশেষ করে সেইসব অভিনেতারা যারা শুরুর দিকে আমার ওপর আস্থা রেখে আমার সঙ্গে কাজ করেছেন। কেননা অনেক অভিনেতাই আছেন যারা নয় বছর আগে আমার সঙ্গে কাজ করতে রাজি ছিলো না। শুধু আমার ক্ষেত্রেই নয়। সব নতুনদের সঙ্গেই এমন হয়। তবে এসব কথা মনে ধরে রাখা উচিৎ নয়

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের বার্বি গার্ল বলা হয় তাকে। বলিউডের সব তাবড় অভিনেতা ও পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে তার ‍নাম। অথচ তার সঙ্গেই নাকি একসময় অনেক অভিনেতাই কাজ করতে চাইতেন না। এটাও কি বিশ্বাস যোগ্য? - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/327183.html#sthash.wtW6WDSq.dpuf
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের বার্বি গার্ল বলা হয় তাকে। বলিউডের সব তাবড় অভিনেতা ও পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে তার ‍নাম। অথচ তার সঙ্গেই নাকি একসময় অনেক অভিনেতাই কাজ করতে চাইতেন না। এটাও কি বিশ্বাস যোগ্য? - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/327183.html#sthash.wtW6WDSq.dpuf

শাহজালালে ২৭ পিস সোনার বার উদ্ধার




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক হওয়া ওই যাত্রীর নাম জানা যায়নি
আজ সকাল সোয়া নয়টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, আজ সকাল সোয়া নয়টার দিকে ওই যাত্রী দুবাই থেকে .কে-৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময়ে তাকে তল্লাশি করে মাইক্রো ওভেনের মটরের মধ্য থেকে ২৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক কেজি ১৪৬ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা